লোকসভা ভোট ২০২৪ সালে বিজেপি উত্তর প্রদেশ সহ বহু রাজ্য়েই বড় ধাক্কা খেয়েছে। এদিকে, ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে একটি গুঞ্জন। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যর মধ্যে সংঘাত রয়েছে কি? এই প্রশ্ন তুলে বিস্তর জল্পনা উঠে আসছে। সেই জল্পনার মাঝেই দিল্লিতে, সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে হাজির ছিলেন, রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নড্ডারা। এদিনের বৈঠক চলাকালীন ছিল ‘মন কি বাত’ এর সম্প্রচার। বৈঠকের মাঝে সেই অনুষ্ঠানও শোনা হয়। এদিকে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকের টেবিলে মূলত, উঠে এসেছে লোকসভা ভোট ও বিধানসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ। এছাড়াও আগামী দিনে কী স্ট্র্যাটেজি থাকবে, তা নিয়েও চলে আলোচনা। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের রাজ্যসরকারের স্কিম নিয়ে আলোচনা এই বৈঠকের অঙ্গ। সামনেই মহারাষ্ট্র, হরিয়ানায় ভোট, তার অগে, এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, রাজ্যগুলিতে সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদী কথা বলেন। রাজ্যগুলির তরফে এক একটি ‘প্রেজেন্টেশন’ দেওয়া হয়। সেখানে তাদের প্রকল্প ও তার বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে বলে খবর। এছাড়াও এদিনের বৈঠকে আলাদা করে জায়গা করে নেয় ২০২৪ লোকসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ।