দেশ

আধারের সঙ্গে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সংযুক্তিকরণ নিয়ে বড়সড় নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লিঃ এদিনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও আধার নিয়ে একটি রায়ে সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে কোনও মতেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা যাবে না। গোটা বিষয়টি এখন মাদ্রাজ হাইকোর্টের আওতায় রয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। একমাত্র একজন ব্যক্তির প্যান কার্ড আয়কর রাটার্নের সঙ্গে সংযুক্ত থাকতে হবে আধার। এমনই রায় এর আগে দিয়েছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দীপন মিশ্রর বেঞ্চ। ফলে করদাতাদের অবশ্যই আধার সংযুক্তিকরণ করতে হবে। এছাড়া সরকার ও কেন্দ্রের বিভিন্ন রকমের স্কিমের জন্য প্রয়োজন আধার কার্ড। যে কোনও রকমের পরীক্ষা যার সঙ্গে কেন্দ্রীয় বোর্ডের যোগাযোগ রয়েছে যেমন নিট, ইউজিসি, সিবিএসই -র মতো পরীক্ষায় প্রয়োজন আধার কার্ড।