বিদেশ

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ফলে আমেরিকায় আশ্রয় চাওয়ার কোনও সুযোগ আপাতত আর রইল না বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর কাছে। উল্লেখ্য, আমেরিকাতেই বর্তমানে বসবাস করেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়। তিনি ভার্জিনিয়াতে থাকেন। তবে এখনই ছেলের কাছে যাওয়ার কোনও ভাবনাচিন্তা রয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। এ দিকে, ব্রিটেনে বসবাস করেন শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ভাইঝি টিউলিপ সিদ্দিক। সেখানেই প্রাথমিকভাবে যাওয়ার পরিকল্পনা ছিল শেখ হাসিনার। সূত্র মারফত জানা গিয়েছে, হাসিনার আবেদন বিবেচনা করে দেখছে ব্রিটেন। সংবাদমাধ্যমে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য জানিয়েছে, এই ধরণের পরিস্থিতিতে কোনও ব্যক্তি সাধারণত নিকটতম নিরাপদ দেশেই আশ্রয় চেয়ে থাকেন।