দেশ

কৃষক বিক্ষোভ অব্যাহত, শম্ভু বর্ডার খালি করার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট

পঞ্জাব সরকারকে শম্ভু বর্ডার খালি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেভাবে এখানে কৃষকরা নিজেদের ট্রাক এবং ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ করে রয়েছে সেখান থেকে এদেরকে সরানো দরকার। এদিন হরিয়ানা সরকারকে ডেকে এই সীমান্ত এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমএসপি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তবে তা নিয়ে তাঁরা আন্দোলন করুক তাতে ক্ষতি নেই। কিন্তু যদি মাসের পর মাস রাস্তা অবরোধ করে তাঁরা বসে থাকে তবে তার থেকে খারাপ কিছু হতে পারে না। শম্ভু বর্ডার দিয়ে এই রাজ্যগুলির নানা ধরণের কাজ চালায়। সেই কাজ একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এখানে যে কৃষকের মৃত্যু হয়েছিল তাকে ঘিরে বাকি কৃষকরা এখনও যদি নিজেদের অবস্থানে বসে থাকে তবে সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হোক। কেন্দ্র এবং হরিয়ানা সরকার একসঙ্গে বসে একটি দল গঠন করুক। সেখান থেকেই এই সমস্যার সমাধান করা হোক। কিন্তু রাস্তা আটকে নয়। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাস থেকে হরিয়ানা এবং পঞ্জাব সীমান্তে অবস্থান করছে বিক্ষোভকারী কৃষকরা। দিল্লিতে তাঁদের প্রবেশ করতে না নেওয়ার পর থেকেই এই অবস্থান চলছে। ফসলে এমএসপি নিয়ে দাবি না মানা পর্যন্ত এই অবস্থান চলবে বলেই জানিয়েছে কৃষকরা।