৭৮তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, অনুষ্ঠানে রাজ্যের ৪ আইপিএস অফিসারদের সম্মান জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই অনুষ্ঠানে প্রথমে শহিদ স্মারকে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। সঙ্গে ছিলেন বিনীত গোয়েল। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। এরপর একে একে ৪ আইপিএস অফিসারকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। তালিকায় ছিলেন, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, ডিআইজি (নিরাপত্তা) আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি দিব্যজ্যোতি দাস। প্রশংসনীয় কাজের জন্য প্রতি বছর পুলিশ মেডেল সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একে একে কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার কুচকাওয়াজ হয়।