কলকাতা

আরজি কর হাসপাতালের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষকে তলব করল সিবিআই

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। আর আজ, শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নোটিশ পাঠাল সিবিআই। এই ধর্ষণ ও খুনের তদন্তে তাঁর যোগ রয়েছে কিনা সেটা জানতেই এই নোটিশ বলে সূত্রের খবর। আর এই আবহে সন্দীপ ঘোষ আজ পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। সেখানে নিরাপত্তার আবেদন জানান তিনি। দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান সন্দীপবাবু। যদিও দ্রুত শুনানির আর্জি আজ খারিজ হয়ে গিয়েছে। আবার সোমবার আবেদন করার কথা জানিয়েছে আদালত। এদিকে আজ সকালে সিবিআই দফতরে এসে পৌঁছয় সাতজনের একটি সিবিআই টিম। তাঁদের হাতে ছিল থ্রিডি স্ক্যানার। এই স্ক্যানার নিয়েই সিবিআই দল আরজি কর হাসপাতালে যাবে। সেখানে গিয়ে ডিজিটাল অভিডেন্স সংগ্রহ করার কাজ চালানো হবে বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আরজি কর হাসপাতালে গিয়ে সেমিনার হল অক্ষত আছে কিনা দেখে আসতে। কারণ নাগরিক সমাজ যখন রাতে রাস্তা দখলে নেমেছিল তখন আরজি কর হাসপাতালে হামলা হয়। যদিও পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন, দুষ্কৃতীরা সেমিনার হল স্পর্শ পর্যন্ত করতে পারেনি।