দেশ

বড়সড় রদবদল করল মোদি সরকার, নয়া প্রতিরক্ষা সেক্রেটারি হলেন আরকে সিং

শুক্রবার সচিব পর্যায়ে এক বড়সড় রদবদল করল মোদি সরকার। এই রদবদলের পথ ধরে, প্রধানমন্ত্রীর দফতরের বিশেষ সচিব পূণ্য সলীল শ্রীবাস্তবকে আনা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া সচিব পদে। উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে এই নয়া সচিবের আগমন আদৌ কি প্রাসঙ্গিক? প্রশ্নটা থেকে যাচ্ছে। আপাতত তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে অফিসার অন স্পেশ্য়াল ডিউটি পদে যোগ দেবেন। কেন্দ্রের নয়া স্বাস্থ্য সচিব আগামী ৩০ সেপ্টেম্বরের পর পদে যোগ দেবেন। ওই পদে রয়েছেন বর্তমানে অপূর্ব চন্দ্র। তিনি ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন। তারপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে আসবেন, নয়া সচিব। ১৯৮৯ সালের কেরালা ব্যাচের আইএএস অফিসার রাজেশ কুমার সিংকে পরবর্তী প্রতিরক্ষা সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে, এ গিরিধরের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। এই তথ্য জানিয়েছে, মন্ত্রিসভার অ্যাপয়েন্টস কমিটি। কেন্দ্র মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ গোভিলকে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের পরবর্তী সচিব হিসাবে নিযুক্ত করেছে। উল্লেখ্য, পূণ্যসলীলা শ্রীবাস্তব ছিলেন ১৯৯৩ ব্যাচের আইএএস ক্যাডর। অন্যদিকে, হরিয়ানা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার, দীপ্তি উমাশঙ্কর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নতুন সচিব হবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপ্তি গৌর মুখোপাধ্যায়, কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের নতুন সচিব হয়ে যাচ্ছেন। তিনি ১৯৯৩ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের সদস্য। নিয়োগ কমিটি বিজ্ঞপ্তি দিয়েছে যে মহারাষ্ট্র ক্যাডারের ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার সঞ্জীব কুমার প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত সচিব হচ্ছেন। বিহার ক্যাডারের ১৯৯২ ব্যাচের আইএএস অফিসার অরুনীশ চাওলাকে সংস্কৃতি মন্ত্রকের সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিরোধীরা দাবি তোলে, যে এনডিএ সরকার জোটের রাজনীতির চাপে রয়েছে এবং বড় সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের সেই বক্তব্যকে কার্যত এই সিদ্ধান্তের হাত ধরে খণ্ডন করেছেন বলে মনে করছেন অনেকে।