মালদা

মালদা জেলা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে একদিনে দুটি কর্মীসভা

হক জাফর ইমাম, মালদাঃ মালদা জেলা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মালদা জেলায় দুটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল প্রথমটি হয় সামসিতে এবং দ্বিতীয়টি হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ির একটি বেসরকারি প্রেক্ষাগৃহে। আজকের এই মালদা সদর মহকুমা কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের নেতা কমরেড সূর্যকান্ত মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র, বামফ্রন্ট নেতা বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্য জেলা বাম নেতৃত্ব। আজকের এই কর্মীসভায় সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাম কর্মীরা আজকের এই কর্মীসভায় অংশগ্রহণ করে এবং এই কর্মীসভায় মূল আলোচ্য বিষয় ছিল বর্তমান পরিস্থিতি এবং বামফ্রন্টের কি কর্তব্য রয়েছে । যদিও আজকের এই কর্মীসভায় সাংবাদিকদের প্রবেশ নিষেধ ছিল তবুও কর্মী সভা শুরু হওয়ার আগে মালদা জেলার বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্রকে এই কর্মী সভার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে কর্মীদের নিয়ে দলের বিভিন্ন আভ্যন্তরীণ আলোচনা এবং তাদের ভূমিকা কি থাকবে জনসংযোগ কিভাবে বাড়ানো যাবে নিচের স্তরে তা নিয়ে আজকের আলোচ্য বিষয়। আজকের কর্মীসভায় মূল স্লোগান ছিল “বিজেপি হটাও দেশ বাঁচাও “এবং “তৃণমূল হটাও বাংলা বাঁচাও ” সবশেষে জোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন উত্তর এড়িয়ে যান।