রাজনৈতিক বিবাদের জেরেই খুন! তেমনটাই বলছেন স্থানীয়রা। অভিযোগ, রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত শীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম (৩৫) । তাঁর বাড়ি শীতেশনগর গ্রামে। স্থানীয় সূত্র বলছে, হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সঙ্গে বাম সমর্থক পরিবারের কয়েকজন সদস্যের দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। সেই ঘটনার জেরে এবছর ১৯ জুন এবং ২৪ জুলাই লালগোলা থানাতে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছিল হাজিকুলের পরিবারের তরফ থেকে। পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন হাজিকুল। সম্প্রতি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। তারপরই আজ তাঁর উপর হামলা হয়। লালগোলার তৃণমূল বিধায়ক মহম্মদ আলী অভিযোগ করেন, ‘ হাজিকুলের উপর আগের হামলার ঘটনা নিয়ে তৃণমূল দলের পক্ষ থেকে অভিযোগ করার পরও লালগোলা থানার ওসি অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে তৃণমূল কর্মীদের হয়রান করছিলেন। লালগোলা থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক এখানে কাউকে তৃণমূল কংগ্রেস করতে দিতে রাজি নন।’ বিধায়ক আরও বলেন, ‘আজ সন্ধে নাগাদ হাজিকুল যখন কিছু কাজ সেরে বাড়ির পথে ফিরছিলেন, সেই সময় ৭-৮ জন বাম কর্মী শীতেশনগর ঘাটের কাছে হাজিকুলকে ঘিরে হাসুয়া এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাজিকুলের।’