আরজিকরের তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সবারই দাবি জাস্টিস চাই। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এনিয়ে রোজই মিছিল বের হচ্ছে। এনিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন আলিয়া ভাট, আয়ূষ্মান খুরানার মতো একাধিক বলিউডের সেলিব্রিটি। এবার ন্যায়ের দাবিতে সরব হলেন অভিনেত্রী মালাইরা অরোরা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শোয়ার করে ধর্ষণের ক্ষেত্রে কড়া শাস্তির দাবি করেছেন মালাইকা অরোরা। আরজি করের মতো স্পর্শকাতর ইস্যুতে ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কয়েকদিন দেখবেন, তার পরেই কেউ চাইলে তদন্তভার সিবিআইকে দেওয়া হবে। ততক্ষণে অবশ্য সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ। তার পরেও আদালত আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের আদেশ দিয়েছে। এদিকে, ওই ঘটনার পরপরই কড়া অবস্থান নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের এক সভায় তিনি বলেন, ধর্ষণে দোষীদের এনকাউন্টার করে মারা উচিত। কেন তাদের দিনের পর দিনে জেল পুষে রাখা হবে। পাশাপাশি ধর্ষণ নিয়ে কেন্দ্রকে কড়া আইন আনতে হবে বলে দাবি করেন। তাঁর দাবি ৫০ দিনের মধ্যে বিচার করে দোষীদের কড়া শাস্তি দিতে হবে। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে মালাইকা অরোরা অভিষেকের দাবিকেই সমর্থন করলেন।