ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৯ জন নকশাল ৷ মঙ্গলবার দান্তেওয়াড়া-বিজাপুর সীমানা এলাকায় সকাল ১০টা থেকে শুরু হয় এনকাউন্টার ৷ কয়েক ঘণ্টা গুলি লড়াইয়ের পর অবশেষে সাফল্য পায় নিরাপত্তাবাহিনী ৷ দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানান, পশ্চিম বাস্তার এলাকার সীমানায় বেশ কয়েকজন নকশালপন্থীদের লুকিয়ে থাকার খবর আসে ৷ গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথদল ৷ নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা নকশালরা ৷ জবাবে পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরা ৷ গুলিতে খতম হয় ৯ জন নকশাল ৷ পুলিশ সুপার জানান, মৃতদের কাছ থেকে বেশ কয়েকটি এসএলআর রাইফেল, ৩০৩ রাইফেল এবং ৩১৫ বোর রাইফেল উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা ৷ তিনি বলেন, “শেষ পাওয়া খবর অনুযায়ী, এই অভিযানের সকল নিরাপত্তারক্ষী সুরক্ষিত রয়েছে ৷ তবে এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে ৷ অভিযান শেষে ঘটনার সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করা হবে ৷”