আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে কয়েকজন অভিনেতা বা অভিনেত্রী ক্রমাগত ভাবে পথে নেমেছেন, প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভাবে এই বিষয়টা নিয়ে লিখছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন শ্রুতি দাস। তিনি এদিনও প্রশ্ন তোলেন এতদিন হয়ে গেল তাও কেন বিচার পাচ্ছে না নির্যাতিতা? প্রতিবাদে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট খুবই ভাইরাল হয়। আর সেটাকেই রিপোস্ট করেন অভিনেত্রী। শ্রুতি সেই পোস্ট শেয়ার করে লেখেন, ‘আজ আমার এক বান্ধবী একটা খুব ভালো কথা বলেছে শেয়ার করছি। এবার পুজোয় চাঁদা চাইতে এলে বলবি অশৌচ।আমাদের এক ছোটবোন মারা গেছে। রাষ্ট্রীয় শোক।’ প্রসঙ্গত শ্রুতি দাস রাত দখলের দিন তো পথে নেমে ছিলেনই। এরপর তিনি কন্টেন্ট ক্রিয়েটরদের মিছিলেও সামনে থেকে নেতৃত্ব দেন। বাদ দেননি ছোট পর্দার শিল্পীদের মিছিলেও অংশ নিতে। তিনি এই ঘটনার বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছেন তাঁর একাধিক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।