স্কুলের ডিসিপ্লিন ইনচার্জের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে স্কুলে ভাঙচুর চালাল ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের এক সরকারি স্কুলে। সরোজিনী নায়ডু হায়ার সেকেন্ডারি স্কুলে বুধবার রীতিমতো তাণ্ডব চালায় পড়ুয়ারা। ছাত্রীদের অভিযোগ, স্কুলে ঢুকতে সামান্য দেরী হলেও অমানবিক শাস্তির মুখে পড়তে হয় তাদের। দেরী করে আসার মতো সামান্য অপরাধের শাস্তি হিসেবে ছাত্রীদের চড়া রোদে দাঁড় করিয়ে রাখা হয়। কখনও বা মাঠে ঘাস কাটানো থেকে ক্লাসরুম পরিষ্কার করানোর মতো কাজও করানো হয় ছাত্রীদের দিয়ে। শাস্তির কারণে অনেকসময় অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।