কলকাতা

শহরে ফের ডেঙ্গি হানায় চিন্তিত পুরকর্মীরা

কলকাতা: ফের ডেঙ্গির প্রকোপ বেড়েছে দক্ষিণ কলকাতায়৷ তাই কার্যত উদ্বিগ্ন কলকাতা পুরসভা। দক্ষিণ কলকাতার নিউ আলিপুর, রামগড়, যাদবপুর, যোধপুর পার্ক, বাঘাযতীন, রিজেন্ট পার্ক এলাকায় ডেঙ্গির আশঙ্কা সর্বাধিক। এর আগে দক্ষিণ কলকাতার প্রায় শতাধিক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন।চলতি মাসে ফের ডেঙ্গির আশঙ্কা হওয়ায় কপালে ভাঁজ পরেছে পুরসভার কর্তৃপক্ষের। আগামী মাসের প্রথম দুই সপ্তাহ ডেঙ্গি মোকাবিলায় অতিরিক্ত তৎপরতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন তাঁরা। গত বছর ডেঙ্গির মশা হানা দেয় শহরে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই রামগড় এবং রিজেন্ট পার্ক এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুজনের।দক্ষিণ কলকাতার প্রায় ১৯০ জনের আক্রান্ত হওয়ার রিপোর্ট জমা পরে। মারা যান গায়েত্রী দেবী নামক ৭৪ বছর বয়সী বৃদ্ধা। ঘটনাস্থল পরিদর্শনে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপর থেকে ডেঙ্গি প্রতিরোধ করার জন্য বিভিন্ন সতর্কমূলক ভিডিও দেখান শুরু হয় শহর জুরে।ডেঙ্গি প্রতিরোধের নিয়মাবলীও প্রচার করা হয়। কিন্তু তার পরেও প্রতিবছর কেন ফিরে আসছে ডেঙ্গি, সেই উত্তরই এখন অধরা। যদিও পুরসভা কর্তৃপক্ষ দাবি করেছেন, এইবার ডেঙ্গি প্রতিরোধ করতে তারা বদ্ধপরিকর। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার ডেঙ্গি প্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে।যার মধ্যে আছে আলিপুর, হরিশ মুখার্জি রোড, চেতলা এবং খিদিরপুর। তবে রামগড়, শ্রী কলোনি সহ রাজা এস সি মল্লিক রোড এলাকা থেকে হাজরা পর্যন্ত এলাকায় নতুন করে ডেঙ্গির রিপোর্ট আসায় চিন্তায় পড়েছে পুরসভা।