দেশ

ফের ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে কটাক্ষ CBI-কে, সুপ্রিমকোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

৬ মাস পর স্বস্তি। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে সিবিআই-মামলায় জামিনের নির্দেশ ২ বিচারপতির বেঞ্চের। ‘তোতাপাখি’ তকমাটা এখনও সরাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। পুরনো সেই ‘Caged Parrot’ তকমা তুলে কটাক্ষ করল শীর্ষ আদালত। সেই সঙ্গে দেশের ‘সেরা’ তদন্তকারী সংস্থার এই তকমা ঘোচানোর জন্য সচেষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া স্পষ্ট বলছেন, “খুব বেশি সময় আগের কথা নয়। এই আদালতই সিবিআইকে ‘খাঁচাবন্দি তোতাপাখির’ সঙ্গে তুলনা করেছিল। সিবিআইয়ের উচিত সেই খাঁচাবন্দি তোতাপাখির এই ধারণা বদলানোর সবরকম চেষ্টা করা। সিবিআই মুক্ত বিহঙ্গ, এই ধারণা প্রতিষ্ঠিত উচিত।” আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। আগেই আবগারি দুর্নীতিতে ইডি-র দায়ের করা মামলায় জামিন মিলেছে কেজরিওয়ালের। সাক্ষীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী, জামিনের পর জানাল সর্বোচ্চ আদালত। মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয়, মন্তব্য মণীশ শিসোদিয়ার। এক্স (প্রাক্তন টুইটার) এ দলের তরফে শেয়ার করা একটি ভিডিওতে মণীশ সিসোদিয়া এবং অতিশি সহ আপ নেতাদের একটি ল্যাপটপের সামনে বসে সুপ্রিম কোর্টের রায় শুনতে দেখা যায়। শীর্ষ আদালত অরবিন্দ কেজরিওয়ালের জামিন ঘোষণা করার সাথে সাথে নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরেন। দলের অন্যান্য নেতাদেরও সিসোদিয়া এবং অতিশির সাথে হাত মেলাতে দেখা যায়।আজই জেল থেকে মুক্তি হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীর।এদিকে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের খবর পেয়েই উৎসবে মেতেছেন আপ কর্মী-সমর্থকরা। দিল্লির সদর দপ্তরে মিষ্টি বিতরণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় আর্থিক দুনীতির সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ। গত ২১ মার্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এরপর তাঁকে আদালতে পেশের পর বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়।