কলকাতা: নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বন্ধ হচ্ছে বিজন সেতু। কালীপুজো-দীপাবলির পর সিদ্ধান্ত কার্যকর। কেএমডিএ ও কলকাতা পুলিশের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়।কেএমডিএ জানায়, ব্রিজের বিভিন্ন জায়গার অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে ব্রিজের লোড টেস্টিং খুবই প্রয়োজনীয়। পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়, এই বিজন সেতু কার্যত দক্ষিণ কলকাতার লাইফ লাইন। বিজন সেতু বন্ধ হলে তার প্রভাব পড়বে গোটা দক্ষিণ কলকাতা জুড়ে। গড়িয়াহাট-রাসবিহারী-কসবা-বালিগঞ্জ-রুবির বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে বিজন সেতুর বন্ধের জেরে।কেএমডিএ-র এক কর্তা বলেন, ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখে সেতুগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা দরকার। সেতুগুলি বর্তমানে কতটা ওজন নিতে সক্ষম, যান চলাচল বন্ধ না রাখলে তা জানা যাবে না।কেএমডিএ সূত্রে খবর, পুজোর আগে সেপ্টেম্বর মাসে এই সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও ওই সময় সেতুগুলির সংস্কার সম্ভব হয়নি। লালবাজারের তরফে জানানো হয়েছিল, পুজোর সময় শহরে এমনিতেই গাড়ির চাপ বেশি থাকে। তার উপর তখন সেতু বন্ধ হলে যানজট সামাল দেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। যানবাহন চলাচলের কথা মাথায় রেখে ধাপে ধাপে এই সাতটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।