ফের নিম্নচাপের ভ্রুকুটি। সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বাংলায়৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইতঃস্তত-বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। প্রাথমিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ জোড়া ঘূর্ণাবর্তকে সংযোগ করেছে ‘শিয়ার জোন’। সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। রবিবার পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সোমবার থেকে বুধবার ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। এদিন কলকাতায় পরিষ্কার আকাশ। বেলাতে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার একটু বেশি থাকবে।