আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলিও তাদের মতো করে আন্দোলনে নেমেছিল। তবে এবার বিজেপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত দুর্গাপুজোর সময় এই আন্দোলন কিছুটা স্থগিত রাখা হবে। এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুজোর পরে ফের আন্দোলন শুরু হবে। সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্য়ায় পদত্যাগ করা না পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমাদের আন্দোলন চলতেই থাকবে। দুর্গাপুজোর সময় আমরা কোনও প্রতিবাদ কর্মসূচি পালন করব না। দুর্গাপুজোর পরে ফের আমরা রাস্তায় নামব। আমরা নবান্ন ঘেরাও কর্মসূচি পালন করব। মুখ্যমন্ত্রী পদত্যাগ করা না পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলতে থাকবে। এদিকে ইতিমধ্যে বাম ছাত্রযুবদের কর্মসূচির পক্ষ থেকে একের পর এক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বৃষ্টির মধ্য়েই রাস্তায় বের হন বাম ছাত্র যুবরা। দীর্ঘ মিছিল কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। বিজেপি আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি থেকে আপাতত সরে আসার কথা ঘোষণা করলেও বামফ্রন্ট কিন্তু এখনই রাস্তা ছাড়তে রাজি নয়।