ভাইরাল

সতীদাহের সময়েও ঢাক বাজিয়ে উৎসব হতো, দুর্গোৎসব নিয়ে বিতর্কিত মন্তব্য চিকিৎসকের

আরজি কর কাণ্ডের দুই মাস পেরোতে চলল। কিন্তু বিচার এখনও অধরা। এখনও কর্মবিরতিতে অনড়জুনিয়র চিকিৎসকরা। এর মাঝে মহালয়া থেকে উদ্বোধন শুরু হতেই, ধীর লয়ে উৎসবের আমেজ ফিরতেই কটাক্ষ করলেন বামপন্থী বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তুলনা টানলেন সতীদাহের সঙ্গে। নারায়ণ বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্টতই উৎসব শুরু হতেই কটাক্ষ করলেন। তুলনা টানলেন সতীদাহ প্রথার। এদিন তিনি তাঁর পোস্টে লেখেন, ‘সতীদাহের সময়ও ঢাক ঢোল বাজিয়ে উৎসব করা হতো। যাতে সতীর কান্নার আওয়াজ কারও কানে না পৌঁছায়।’

প্রসঙ্গত, আরজিকরের ঘটনার একমাসের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে ‘উৎসবে ফিরুন” বলে বার্তা দিয়েছিলেন। সেই সময় তাঁর সেই মন্তব্যকে তুমুল কটাক্ষ করা হয় নানান স্তর থেকে। অনেকেই বলেছিলেন তারা উৎসবে ফিরছেন না। তবে মহালয়ার সন্ধ্যেতে যেন আমূল বদলে গেল চিত্রপট। মহালয়ার দিনই প্রতিমা দর্শনের যে ঢল নেমেছিল, তাতে পুজোর বাকিদিনে কী হবে, তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। অর্থাৎ মানুষ যে উৎসবে ফিরছে, একথা কিন্তু বেশ স্পষ্ট।