কলকাতা

অরন্ধন কর্মসূচি! আরজিকরের প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে একবেলা রান্না না করার অনুরোধ জুনিয়র ডাক্তারদের

অনশন মঞ্চে আজও অভুক্ত অবস্থায় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তাঁরা। শরীর ক্রমশ দুর্বল হয়েছে। কিন্তু মনের অদম্য জেদ। মনের জোর আজও অটুট। সেই অবস্থায় মহাঅষ্টমীতে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার রাত যত বেড়েছে ততই দেখা যায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের বহু মানুষ চলে আসেন। চলল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। এসবের মধ্যেই জুনিয়র ডাক্তারদের তরফে অনুরোধ করা হয়েছে, রবিবার বাড়িতে বাড়িতে একবেলা অরন্ধন কর্মসূচি পালন করতে পারেন। প্রতিবাদের অঙ্গ হিসাবে ঘরে ঘরে পালিত হোক এই অরন্ধন কর্মসূচি।  অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের এবার চিঠি দিলেন রাজ্যের মুখ্য়সচিব। রাজ্য সরকারের কাছে যে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিলেন আন্দোলনকারীরা সেই স্ট্যাটাস রিপোর্টও জানানো হয়েছে মুখ্যসচিবের তরফে। মুখ্যসচিব চিঠিতে জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন বলে খবর। তবে এবার জুনিয়র ডাক্তাররা আদৌ সরকারের সেই অনুরোধে সাড়া দেন কি না সেটাও দেখার।