কলকাতা

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের শুরু হচ্ছে ছাত্রভোট

কলকাতা: রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের শুরু হতে চলেছে ছাত্রভোট। দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন। রাজ্যে শেষবার ছাত্রভোট হয়েছিল ২০১৬-১৭ শিক্ষাবর্ষে। এরপর বৃহস্পতিবার প্রায় দু’বছর পর রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করার নির্দেশ দিয়েছিল উচ্চশিক্ষা দফতর।ছাত্র ইউনিয়ন বা কাউন্সিল তৈরির জন্য যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করা হতে পারে বলে জানানো হয়। ঠিক হয়, ভোটের দিন ও নিয়ম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই স্থির করতে বলা হবে। বৃহস্পতিবার চারটি বিশ্ববিদ্যালয়কে পাঠানো বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ছাত্র কাউন্সিল বা ছাত্র ইউনিয়ন, যার ক্ষেত্রে যা মানানসই, সেই পদ্ধতিতে ছাত্রভোট করাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ই ভোটের দিনক্ষণ ঠিক করবে।ছাত্রভোট চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছিল টিএমসিপি। এরপর বৃহস্পতিবার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের নির্দেশ দেওয়া হয়। তবে শুক্রবার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট করানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টিএমসিপি ও সমস্ত ছাত্র সংগঠন। এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, “প্রশাসনের সঙ্গে কথা বলে ছাত্রভোট হবে। ১৪-১৫ নভেম্বরে ছাত্র সংগঠনের কর্মশালা। ছাত্র সংগঠনের কর্মশালায় থাকবেন মুখ্যমন্ত্রী৷ ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলবেন তিনি।”