গত অগস্ট মাসের ৯ তারিখ আরজি কর হাসপাতালে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা । নিজের কর্মস্থলেই ধর্ষণ ও খুন হন তরুণী চিকিৎসক । সেই ঘটনার জের গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত । তরুণী চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে জুনিয়র চিকিৎসকরা ৷ টানা আন্দোলন চালিছে বামপন্থী জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়ররাও । কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই । বিচার পেতে আর কতদিন সময় লাগবে, সেই প্রশ্ন বারবার উঠছে বিভিন্ন মহলে ৷ এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল করলেন আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার । তরুণী চিকিৎসকের বাবা ইমেলে লিখেছেন, “আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই । আপনি যেখানে যখন বলবেন আমি এবং আমার স্ত্রী সেখানে যাব । আপনার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলব । আমাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিলে কৃতজ্ঞ হব ৷ আমার বিশ্বাস আপনার অভিজ্ঞতা এবং নির্দেশিকা অমূল্য হবে ৷”