হাওড়া: প্রতিবছর পুজোর আগে প্রচার, শব্দবাজির কারখানা এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও গলদ থেকে যাচ্ছে কোথাও। শেষমেশ ছড়া লিখে প্রচারে নামলেন খোদ থানার হাওড়ার ব্যাঁটরা থানার ওসি।নিজেই ছড়া লিখে সাধারণ মানুষকে সচেতন করতে শব্দবাজির বিরুদ্ধে পথে নামলেন ওসি। শনিবার সকালে হাওড়ার ব্যাঁটরা থানার উদ্যোগে শব্দবাজির বিরুদ্ধে একটি পদযাত্রার আয়োজন করা হয়। থানার ওসি দেবাশীষ নাথ কয়েক কিলোমিটার পথ ঘুরে ওই পদযাত্রা করেন।ট্যাবলোর শ্লোগান ছিল, “দুমদাম আওয়াজ, কানে লাগায় বাজ। বেশি আওয়াজের বাজি, পরিহার কর আজই। দীপাবলীর আলো, সকলের করুক ভালো। কালীমায়ের আশীর্বাদের ঝরনা, সকলের উপর পড়ুক ঝরে এই কামনা করে, ব্যাঁটরা থানা”।সকাল ১০ টায় থানার সামনে থেকে পদযাত্রার সূচনা হয়। এরপর নরসিংহ দত্ত রোড, পাওয়ার হাউস মোড়, বৃন্দাবন মল্লিক লেন, কাঁটাপুকুর, কদমতলা বাজার, মাকড়দহ রোড হয়ে ফের পদযাত্রা থানার সামনে এসে শেষ হয়। পদযাত্রায় ট্যাবলো, ক্লাবের বাদ্যদল, এনসিসি এবং স্কাউট গ্রুপের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। থানার অফিসাররাও এই পদযাত্রায় সামিল হন।বিশেষ করে নিষিদ্ধ বাজি এবং শব্দবাজি কেউ যেন ব্যবহার না করেন এবং বাড়ির ছাদ, বারান্দা বা জানলা থেকে যেন বাজি ছোঁড়েন এই আবেদন জানানো হয় থানার পক্ষ থেকে।