দেশ

ওড়িশার ধামরা এবং ভিতরকণিকার মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ‘দানা’র, বন্ধ করে দেওয়া হল পুরীর মন্দির

ওড়িশার ধামরা এবং ভিতরকণিকার মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’। আজ, বুধবার সতর্কতা জারি করে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে গত ৬ ঘণ্টায় ‘ডানা’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার, ধামরা থেকে ৫২৯ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ‘ডানা’ ক্রমেই উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং অতি শক্তিশালী  ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল, বৃহস্পতিবার এটি ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গ সাগরদ্বীপ উপকূল পার করবে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ‘ডানা’ ওড়িশার ধামরা এবং ভিতরকণিকার মাঝে আছড়ে পড়তে পারে। ‘ল্যান্ডফল’-এর সময়ে এর সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।  ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশায় ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। পুরীতে বন্ধ করে দেওয়া হয়েছে জগন্নাথের মন্দির। পাশাপাশি, কোণারকের সূর্য মন্দিরও বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। ওড়িশায় মোতায়োন করা হয়েছে এনডিআরএফের মোট ২০টি দল। রেল সূত্রে খবর, ওড়িশায় এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে মোট ২০০-র-ও বেশি ট্রেন। পুরী, গঞ্জাম, বালাসোর, ভদ্রক সহ ওড়িশার একাধিক জেলায় লাল সতর্কতা জারি করে সমস্ত স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৭ অক্টোবর ওড়িশায় সিভিল সার্ভিস পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষাটিও আপাতত বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।