জেলা

ফের উত্তর সিকিমে ধস

ফের উত্তর সিকিমে ধস নামল। মঙ্গলবার সকালে মুনসেথাংয়ে বড় ধরনের ধস নামায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চুংথাং-লাচেন রাস্তার একটা বড় অংশ। এদিনের এই ধসে চলতি উৎসবের পর্যটনে সেভাবে প্রভাব পড়বে না বলে ট্যুর অপারেটররা জানান। তবে উত্তর সিকিমের পর্যটনের ভবিষ্যৎ নিয়ে তাঁরা উদ্বিগ্ন। হিমলয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি সম্রাট সান্যাল বলেন, একবছর ধরে উত্তর সিকিমের রাস্তা পর্যটকদের জন্য বন্ধ। এদিন লাচেনের রাস্তায় ধস নেমেছে। এভাবে বারবার ধস নামতে থাকায় উত্তর সিকিম ভবিষ্যতে পর্যটন মানচিত্র থেকে মুছে যাবে কি না এটাই ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উত্তর সিকিমের রাস্তা একবছরের বেশি সময় ধরে পর্যটকদের জন্য বন্ধ থাকায় তাঁরা উত্তর সিকিমকে বাদ দিয়েই ঘুরতে এসেছেন ও আসছেন। তাই এদিনের ধসে পর্যটনে সেভাবে কোনও প্রভাব পড়বে না। এই পরিস্থিতিতে আমরা সিকিমের অন্যান্য সুন্দর জায়গাগুলি পর্যটকদের কাছে ব্যাপকভাবে প্রচার করছি। সেখানকার রাস্তাও যথেষ্ট ভালো হয়েছে। এদিকে এদিনের ধসের কারণে উত্তর সিকিমের লাচেন রাজধানী শহর গ্যাংটক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প কোনও রাস্তা নেই। ২০২৩ সালের ৪ অক্টোবর সাউথ লোনাক লেক বিস্ফোরণে উত্তর সিকিম ধ্বংসস্তূপে পরিণত হয়। তার জেরে একবছর ধরে উত্তর সিকিমে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম সরকার। ধীরে ধীরে সব সামলে উত্তর সিকিমের লাচেন, লাচুংয়ে ফের পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়েছিল সিকিম সরকার। গতমাসে সিদ্ধান্ত হয়েছিল, আগামী ২৫ অক্টোবর থেকে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করে লাচেন, লাচুং পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এই ধসে সেই রাস্তা খোলার সম্ভাবনা পিছিয়ে গেল।