কলকাতা

সকাল ৮টা থেকে কলকাতা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিষেবা চালু

রাতে ওড়িশার ভিতরকণিকা এবং ধামরার মধ্যে আছড়ে পড়ার পরে প্রায় ৪ ঘণ্টা ল্যান্ডফল চলল প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’-র। তার জেরে ওড়িশার কেন্দ্রপাড়া, ভদ্রক এবং জগৎসিংপুর জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। উঠেছে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় ডানা বৃহস্পতিবার রাত ১১টা ল্যাণ্ডফল করা শুরু করেছিল। তবে ল্যাণ্ডফল প্রসেস শেষ হলেও শুক্রবরা ৩টের পর দুর্বল হবে ডানার দাপট। যার ফলে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু জায়গায় ভারি থেকে অতিভারী বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘দানা’-র কারণে কলকাতা বিমানবন্দর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অবশেষে আজ, শুক্রবার সকাল ৮টা থেকেই বিমানবন্দরে ফের ফ্লাইট ওঠানামা চালু করা হয়েছে ৷ এর আগে ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনও বিমান কলকাতা বিমানবন্দরে ওঠানামা করবে না । তবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আজ, শুক্রবার ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করে দেওয়া হয় ৷ শুধু কলকাতা বিমানবন্দরই নয়, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্য দিকে, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে প্রায় ৫৫০টি ট্রেন।