কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এবার জামিনের আবেদন করলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ পাশাপাশি আর্থিক দুর্নীতে-কাণ্ডে অভিযুক্ত তিনি ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের আগের নির্দেশ মতো সন্দীপ ঘোষকে গত ২১ অক্টোবর আর্থিক দুর্নীতির মামলায় আলিপুর নিম্ন আদালতে হাজির করার কথা ছিল । কিন্তু ওইদিন তাঁকে সিবিআই নিম্ন আদালতে হাজির করেনি ৷ এমনকি তাঁকে হেফাজতে পাওয়ার কোনও আবেদনও করেনি ৷ এই কারণেই সোমবার সন্দীপ ঘোষের জামিনের আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে । এ দিন বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে এর আগে সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ আইনজীবীদের ফি দিতে গিয়ে নাকি হিমশিম খাচ্ছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ৷ আর তাই তিনি ফিক্সড ডিপোজিট ভাঙাতে চেয়েছেন ৷ সন্দীপ ঘোষ অভিযোগ করেছিলেন, তাঁর ফিক্সড ডিপোজিট ভাঙাতে পারছেন না এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ তাঁকে সহযোগিতাও করছে না । সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানি গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট । আজ সেই মামলাটিও বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চে শুনানি হতে পারে ।