আসন্ন উপনির্বাচনের জন্যে প্রার্থীকে নিয়ে মহামিছিল করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে পুলিশের অনুমতি না মেলায় সেই মহামিছিল বাতিল করতে হয়। এই আবহে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। জেলার পুলিশ সুপার, আইসি, ওসিদের বেনজির আক্রমণ শানিয়ে শুভেন্দু দাবি করেন, জেলার বহু অফিসাররা পরকীয়ায় জড়িত। উল্লেখ্য, মহামিছিল বাতিল হলেও মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন শুভেন্দু। সেই প্রচারের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, জেলার পুলিশ আধিকারিকদের চরিত্র খারাপ। এদিকে উপনির্বাচনের প্রাক্কালে মহামিছিল নিয়ে বিজেপির অভিযোগ, অনেক আগেই এই মহামিছিলের আবেদন করা হয়েছিল। তারপরও নির্ধারিত দিনের ২৪ ঘণ্টা আগে সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। এই আবহে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, ‘মেদিনীপুরের পুলিশ সুপার অতি নোংরা ছেলে। এই পুলিশ সুপার শুধুমাত্র গরুপাচার করে। আর সেই পাচারের টাকা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে পৌঁছে দেন। বালি খাদানের টাকা পৌঁছে দেন। যার সমস্ত নথি আমার কাছে আছে।’