প্রকাশিত হল ২০২৫ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-র আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। ২০২৫ সালের আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি ঘোষণা করল কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) বোর্ড। সোমবার সন্ধ্যাবেলা কাউন্সিলের তরফে প্রকাশ করা হল বিস্তারিত সূচি। আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এবার আইসিএসই–তে মোট পরীক্ষার্থী ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪। তার মধ্যে ছাত্র ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন। ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ১১৬। মোট স্কুল ২,৮০৩টি। এর মধ্যে রয়েছে ভারত এবং থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের বিভিন্ন স্কুল। বিষয়ের উপর ভিত্তি করে কিছু পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। আবার কিছু পরীক্ষা সকাল ১১টা থেকে। সময়সীমা তিন ঘণ্টা।