টানেলে ধস নেমে মৃত্যু হল এক শ্রমিকের ৷ গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের কোটা জেলায় ৷ এখানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে আটটি লেনের একটি টানেল তৈরি হচ্ছে ৷ এক বছর আগে নভেম্বরে উত্তরপ্রদেশের উত্তরকাশীতে সিল্কইয়ারায় নির্মীয়মান টানেল ভেঙে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক ৷ দু’সপ্তাহেরও বেশি সময় আটকে থাকার পর তাঁদের উদ্ধার করা হয় ৷ কোটা জেলার মুকুন্দ্র হিলস টাইগার রিজার্ভের কাছে অবস্থিত এই টানেলে ৫ কিলোমিটার পথ খোঁড়ার কাজ চলছিল ৷ তখনই দুর্ঘটনা ঘটে ৷ ৪ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ৷ রাত ১টা থেকে ২টোর মধ্যে এই ঘটনা ঘটে ৷ খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয় ৷ আসে অ্যাম্বুল্যান্সও ৷ আটকে থাকা শ্রমিকদের ধ্বংসস্তূপ থেকে বাইরে বের করে আনা হয় ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে পাঠানো হয় ৷ আহত শ্রমিকদের মধ্যে একজন সামশের সিংয়ের চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ৷ বাকি তিনজন মনু, অজয় চিকিৎসা চলছে ৷ আরেকজনের আঘাত সামান্য ছিল ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় ৷