কলকাতা

পদ্ম শিবির থেকে আবার ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন করলেন প্রবীর ঘোষাল

 বেশ কয়েকদিন পর আবার পাকাপাকিভাবে  সক্রিয় রাজনীতিতে ফিরলেন প্রবীর ঘোষাল। একুশের বিধানসভা ভোটের আগে তিনি যোগ দেন বিজিপিতে, আর এবার ফের প্রত্যাবর্তন করলেন টিএমসিতে। এদিন বিধানসভায় উপস্থিত হতে দেখা যায় প্রবীর ঘোষালকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর জানা যাচ্ছে এদিনই তিনি আবার মমতা বন্দপাধ্যায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আবারও টিএমসির সক্রিয় রাজনীতিতে করলেন যোগদান। এবার থেকে তাঁকে দলের মিছিল মিটিংয়ে নিয়মিত দেখা যাবে বলেও জানা যাচ্ছে।