কলকাতা

‘‌উনি পারলে বিদেশিনী বিয়ে করুন, দেশে আরও নোবেল আসবে’‌ রাহুল সিনহাকে কটাক্ষ অভিজিতের মায়ের

নোবেল জিতেছেন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু মতের মিল না হওয়ায় বিজেপি রেয়াদ করেনি তাঁকে। অভিজিত বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাহত হাস্যকর ও কুরুচিকর কথা বলে গিয়েছেন বিজেপি নেতারা। এতদিন হয়ত সামান্যতম সভ্যতা রাখতেই সেসব নিয়ে মুখ খোলেননি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। এবার কথা বললেন তা নিয়েই। একেবারে ঠাণ্ডা মাথা, হাসতে হাসতে ক্যামেরার সামনে নির্মলা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘তাঁরা (মানে যাঁরা মনে করছেন বিদেশিনী স্ত্রী থাকলেই নোবেল পাওয়া যায়) যদি একজন বিদেশিনীকে বিয়ে করে দেখান, তাহলে ভালই হবে! দেশে অনেক বেশি নোবেল আসবে তাহলে! ভারত বেশি নোবেল পেলে আমরাই তো খুশি হব’। এদিন হাসতে হাসতে আরও দু’‌কথা মনে করিয়ে দেন নির্মলাদেবী। বলেন, ‘‌খুব মজার কথা। চাইলে রাহুল সিনহাও আর একটা বিয়ে করতে পারেন। বিদেশিনীর তো অভাব নেই। এস্থারের (মানে অভিজিতের স্ত্রী ও নির্মলা দেবীর পুত্রবধু) মতো মেয়ে পাবে বলে বলছি না। তবে যাঁকে পাবে, তাঁকেই করুক। তাতে যদি নোবেল পাওয়া যায়!’ গতকাল থেকেই অভিজিত বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করা নিয়ে বিজেপির অন্দরেই নানারকমের ঝামেলা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, নোবেল স্বীকৃতি দেওয়ার পরেও একজন মানুষকে এভাবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করায় আখেরে ক্ষতি হচ্ছে দলের। কিন্তু কে শোনে কার কথা। বিজেপি নেতৃত্ব সেসবের ধার ধারতে চাইছেন না। ‌