বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া। মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্ততে আনন্দে আটখানা অনুরাগ। বিবাহ আসরে বুধবার আলিয়া ও শেনের বিয়েতে হাজির ছিল বলিউডের বহু তারকা। অনুরাগ কশ্যপ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বজাজের মেয়ে আলিয়া। আলিয়ার বিয়েতে হাজির ছিলেন অনুরাগের প্রাক্তন স্ত্রী কালকি কোয়েচলিনেরও। বিবাহ আসরে বুধবার আলিয়া ও শেনের বিয়েতে হাজির ছিল বলিউডের বহু তারকা। শেন-আলিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন অনুরাগের নায়িকা সানি লিওন, সঙ্গী তাঁর স্বামী ড্যানিয়েল। হাজির ছিলেন সদ্য বিয়ে হওয়া নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালাও। ওরি, নওয়াজউদ্দিন সিদ্দিকি-সহ বলিউডের আরও অনেকে। অভিনেত্রী খুশি কাপুর এদিন লাইমলাইট কাড়লেন। শ্রীদেবীর কন্যার সৌন্দর্য ছিল নজরকাড়া। সুহানা খান, ইব্রাহিম খানও নজর কাড়লেন। বিয়ের দিন সাবেকি সাজে সেজেছিলেন আলিয়া। হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাকেই সেজে উঠেছিলেন আলিয়া ও শেন। আলিয়ার লেহেঙ্গা ছিল নানা রঙের পাথর। অন্যদিকে শেনের পরনে সোনালি রঙের শেরওয়ানি। আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন শেন। বধূ বেশে আলিয়াকে দেখে চোখে জল ধরে রাখতে পারেনি শেন। সাতপাক শেষ হতেই বরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসায় ভরিয়ে দিলেন আলিয়া। অন্যদিকে বিয়ের সাজে খানিক সাবেকি ছোঁয়া থাকলেও রিসেপশনে একেবারেই ওয়েস্টাবন লুকই বাজছেন শেন ও আলিয়া। আলিয়াকে এদিন পাওয়া গেল থাই চেরা লম্বা কালো স্কার্ট এবং সোনালি রঙা ব্রেস্টপ্লেটে। চুলে হালকা কার্ল, মানানসই মেকআপ আর ছিমছাম জুয়েলারিতে লেন্সবন্দি হলেন নতুন কনে।