জেলা

কেষ্টপুরে উদ্ধার বিউটি পার্লার কর্মীর দেহ!

ষ্টপুর রবীন্দ্রপল্লীতে এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এ ই ২৪৭ নম্বর বাড়িতে অভিষিক্তা দে সাহা নামে এক মহিলার দেহ ঘরের ভেতর থেকে খাটের উপর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়। মৃতদেহটি রহস্যজনকভাবে উপুড় হয়ে ছিল বলে জানিয়েছে বাগুইআটি থানার পুলিশ। পেশায় বিউটি পার্লার কর্মী অভিষিক্তা দে সাহার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেষ্টপুর রবীন্দ্রপল্লীর ২৪৭ নম্বর বাড়ির তিনতলার ঘরটি বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল।   পুলিশ সূত্রে খবর, মৃতার স্বামী বেসরকারি সংস্থার কর্মী বুদ্ধদেব সাহা বাড়ি ফিরে বাইরে থেকে তালা খুলে ঘরে প্রবেশ করে স্ত্রীর মৃতদেহ দেখতে পান।