দেশ বিনোদন

সংগীত জগতে ইন্দ্রপতন! প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন

প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন। ১৫ ডিসেম্বর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল জনপ্রিয়, কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হুসেনকে। গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। ৭৩ বছরেই থেমে গেল তবলার যাদুকর জাকির হুসেনের জীবনের পথচলা। সূত্রের খবর, হৃদযন্ত্রে গোলযোগ দেখা দিয়েছিল তাঁর। রবিবার, হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল শিল্পীকে। আজ বিকেলে শিল্পীর শ্য়ালক আয়ূব আউলিয়া প্রথম তাঁর অসুস্থতার খবর জানান। অনুরাগীদের প্রার্থনা করতে বলেন তিনি। এদিকে জাকিরের অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ছিল ভক্তেরা। সন্ধ্যের পর থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করন অনেকেই। কিন্তু শেষে দুঃসংবাদই এল। বস্তুত, এই সময়েই কলকাতার এই অনুষ্ঠান করার কথাও ছিল জাকিরের, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়। তাঁর বন্ধু এবং বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া জানিয়েছেন, “গত দুই সপ্তাহ ধরে হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। সেই জন্য জাকিরকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।” উস্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সঙ্গীতজগতের তারকাদের। সমাজমাধ্যমে শোকবার্তা পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, সেই সঙ্গে সারা বিশ্বের।”

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকির হুসেন। মাত্র তিন বছর বয়সেই তবলায় হাতেখড়ি, এরপর একক অনুষ্ঠান করেন সাত বছর বয়সে। দীর্ঘ সংগীত জীবনে জিতেছেন পদ্মশ্রী, পদ্মভূষণ,, পদ্মবিভূষণ, গ্র্যামি-সহ বহু পুরস্কার। ১৯৯৯ সালে আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান পান জাকির হুসেন।  তিন বার গ্রামি পেয়েছেন। ভারতের কোনও শিল্পীর এই কৃতিত্ব নেই। ভারতের প্রথম শিল্পী হিসেবে বারাক ওবামার আমলে অল স্টার গ্লোবাল কনসার্টে যোগ দিয়েছিলেন জাকির হুসেন।