আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন । ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পরই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের কথা জানিয়ে দেন তিনি। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার অবসর ঘোষণা করলেন ভারতীয় স্পিনার আশ্বিন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ারকে আলবিদা জানিয়ে আবেগঘন হয়ে পড়েন স্পিনার। তিনি বলেন, ক্রিকেটের জন্য সব কিছু পেয়েছি। বর্ডার গাভাসকর টেস্টের মাঝেই ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন অশ্বিন। এমন গুঞ্জন চলছিল। তাতেই পড়ল সিলমোহর। সবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। অশ্বিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত। আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য কেরিয়ারে সঙ্গী হিসাবে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের ধন্যবাদ দিয়েছেন ভারতীয় স্পিনার। অশ্বিন বলেন, “আমরা সকলে মিলে অনেক মজা করেছি। আমার কেরিয়ারে ওদের সঙ্গী হিসেবে পেয়েছি। ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন অশ্বিন। সেই ম্যাচে অশ্বিন সেরা হন। দুটো ইনিংস মিলিয়ে তিনি নেন মোট ৯টি উইকেট। ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবে অশ্বিন নিজের টেস্ট কেরিয়ার শেষ করলেন। ১০৬টি টেস্ট ম্যাচ খেলে মোট উইকেট ৫৩৭। অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি উইকেট সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছেন। অনিল কুম্বলের ঝুলিতে রয়েছে ৬১৯টি উইকেট। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে অশ্বিন মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন। বিদেশের মাটিতে ভারতের টেস্ট দলে নিয়মিত সদস্য নন অশ্বিন। অনেকদিন আগেই টেস্ট ও ওডিআই থেকে বাদ পড়েছেন ভারতীয় এই অফ স্পিনার। শেষবার আন্তর্জাতিক টি২০ খেলেন ২০২২ সালে, আর শেষ ওডিআই খেলেন গত বিশ্বকাপের সময়।