সংসদ চত্বরে হাতাহাতির অভিযোগ, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১১৭ (স্বেচ্ছায় গুরুতর আঘাত করা), ধারা ১২৫ (জীবন বা অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা), ধারা ১৩১ (অপরাধী বল প্রয়োগ), ধারা ৩৫১ (অপরাধমূলক ভয় দেখানো) এবং ৩(৫) (একাধিক ব্যক্তি মিলে সংগঠিত অপরাধ) ধারায় এফআইআর দায়ের হয়েছে। বৃস্পতিবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তাতেই আহত হন দুই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী, মুকেশ রাজপুত। ওই দুই আহত সাংসদকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শাসক দলের সাংসদ সারঙ্গীর অভিযোগ তোলেন যে, রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন! ই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন বিজেপির অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজ হেমাঙ্গ যোশীরা। অন্যদিকে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে রাহুল গান্ধীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ জানিয়েছিলেন বিজেপির তফসিলি উপজাতির মহিলা সাংসদরা। এদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে রাহুলগান্ধী বলেন, “আমরা হাউসে যাচ্ছিলাম, ওদের সাংসদরা আমাদের থামাতে গেটে দাঁড়িয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করে ক্ষমা চাওয়া উচিত। সরকার মনোযোগ অন্য দিকে সরাতে চায়। মূল বিষয় হল, আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা রয়েছে, মোদিজি তাঁরর বন্ধুকে নিয়ে সংসদে আলোচনা চান না। তাই এত কিছু করা হচ্ছে।”