দেশ

পেট্রল পাম্পের কাছে তেলের ট্যাঙ্কার-ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭, আহত ৩৫

 তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ ৷ ঘটনায় ৪২ দগ্ধ হয়েছেন বলেও জানা গিয়েছে ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুর-আজমের হাইওয়েতে ৷ জয়পুরের জেলা কালেক্টর জিতেন্দ্র সোনি এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছেন । তবে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে । এই দুর্ঘটনায় ৪০টি গাড়ি পুড়ে গিয়েছে ৷ আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ মুখ্যমন্ত্রী সোয়াই মান সিং হাসপাতালের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, চিকিৎসায় যেন কোনও ধরনের অবহেলা না হয় । আহতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া ৷