বিনোদন

প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা মিত্র

প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা মিত্র। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ফেসবুকে পরিচালকের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে রৌদ্র মিত্র। তিনি লেখেন, ‘চলচ্চিত্রে ৬বারের জাতীয় পুরস্কার বিজয়ী (স্বর্ণকমল ও রজতকমল মিলিয়ে), ঋজু শিরদাঁড়া, জেদি এবং বরাবরই স্পষ্টবাদী আমার বাবা, রাজা মিত্র আজ গভীর রাত ৩টের সময়ে ক্যানসারের সঙ্গে লড়াই করে প্রয়াত হয়েছেন।’ রৌদ্র মিত্রর পোস্টের কমেন্টে অনেকেই জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।