বিদেশ

জার্মানির ম্যাগডেবার্গের ক্রিসমাস বাজারে গাড়ি নিয়ে হামলা, মৃত শিশু সহ ২, আহত ৬০

জার্মানির বাজারে গাড়ি নিয়ে হামলা। পূর্ব জার্মানির শহর ম্যাগডেবার্গের ভিড়ে ঠাসা ক্রিসমাস বাজারের মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ল গাড়ি ৷ পিষে যান বহু মানুষ৷ জানা গিয়েছে, ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত এক শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় ৬০ জন ৷ তাদের মধ্যে ১৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ! সুতরাং, মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের৷ এই ঘটনার পরই গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ ৷ স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার সময় ঘটনাটি ঘটে ৷ আর মাত্র কয়েকদিন পরেই বড়দিন ৷ সেই উপলক্ষে ম্যাগদেবর্গে জমজমাট বাজার বসেছিল ৷ সপ্তাহের শেষে বড়দিনের প্রস্তুতিতে কেনাকাটায় ব্যস্ত ছিলেন সাধারণ মানুষ ৷ সেই সময় হঠাৎই এলাকার মধ্যে গাড়িটি ঢুকে পড়ে বলে খবর ৷ জার্মানির স্থানীয় এক সংবাদ সংস্থার তরফে ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ সেখানে দেখা যাচ্ছে, বাজারের পাশের রাস্তা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ সূত্রের খবর, ধৃত ব্যক্তি সৌদি আরবের বাসিন্দা ৷ দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করছেন তিনি ৷ তবে কী কারণে তিনি এই কাণ্ড ঘটালেন, তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত চলছে ৷