পাহাড়ে সময় কাটাতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিক্ষতার সম্মুখীন হবেন তা কে জানত ! উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে পিথোরগড়ে ভয়বাহ ভূমিধসের দৃশ্য দেখে আঁতকে উঠলেন অনেকেই ৷ এমনকী পর্যটকরা সেই রোমহর্ষক ভিডিয়ো লেন্সবন্দি করে সোশালে পোস্ট করতেই নেটিজেনরাও অবাক ৷ হুড়মুড়িয়ে চোখের সামনে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়াতে দেখে ভয়ে আঁতকে ওঠাই স্বাভাবিক ৷ ভিডিও দেখা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ উত্তরাখণ্ডের ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়ক দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করছিল। বেশকিছু পর্যটকদের গাড়িও ছিল রাস্তায়। সেইসময় হুড়মুড়িয়ে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়ে নীচে ৷ ধুলোয় ঢেকে যায় চারদিক ৷ তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাস্তায় থাকা গাড়িগুলি ৷ পর্যটকরা তড়িঘড়ি সেই দৃশ্য ফোনে ক্যাপচার করেছেন ৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও।