দেশ

গাড়ির উপর উল্টে গেল কন্টেইনার, মৃত ৬

নেলামঙ্গলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা । কন্টেইনার-ট্রাকের মধ্যে দুর্ঘটনার পর কন্টেইনার গাড়ির উপর উল্টে যায় ৷ ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, গাড়ির ভেতরে থাকা প্রত্যেকে পিষে গিয়েছে ৷ নেলামঙ্গলা তালুকের টি. বেগুরের কাছে ২টি গাড়ি, ২টি ট্রাক এবং একটি স্কুলবাসের মধ্যে ধারাবাহিক দুর্ঘটনা ঘটেছে ৷ প্রথমে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে কন্টেইনারটির ধাক্কা লাগে । এরপর সংঘর্ষের জেরে কন্টেইনারটি একটি গাড়ির ওপর উল্টে যায় ৷ পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর দুই মহিলা, এক পুরুষ ও দুই নাবালক ছিল ৷ দুর্ঘটনার জেরে ৬ জনেই ঘটনাস্থলে মারা যান । নিহতরা হলেন বিজয়পুরের ব্যবসায়ী চন্দ্র ইয়াভাপ্পাভোলা, ১৬ বছর বয়সি জন, ১২ বছরের দীক্ষা, ৩৬ বছরে বিজয়ালক্ষ্মী ও ৪২ বছর বয়সি গৌরাবাই।