দেশ

রিসটে জন্মদিনের পার্টিতে চলল গুলি, মৃত ৩

গভীর রাত পর্যন্ত রিসটে চলছিল জন্মদিনের পার্টি ৷ হঠাৎ অজ্ঞাত পরিচয় তিনজন রিসটে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে ৷ এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে দুই যুবক ও এক তরুণী ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাত 3টা নাগাদ পঞ্চকুলার মরনি রোডের বুর্জাকোটিয়ারে সুলতানাত নামক একটি রিসটে ৷ নিহতদের মধ্যে দুই যুবকের বাড়ি দিল্লিতে ৷ আর তরুণী হরিয়ানার হিসারের বাসিন্দা ৷ পুলিশ জানিয়েছে, জন্মদিনের পার্টি উদযাপনের জন্য ২০ বছর বয়সি এক তরুণীর সঙ্গে দুই যুবক সুলতানাত রেস্টুরেন্টে আসেন ৷ রাতে কোনও বিষয় নিয়ে কারও সঙ্গে তাঁদের ঝগড়া হয় । পুরনো শত্রুতার জের ধরে তিন জনকেই হত্যা করে হামলাকারীরা । নিহত তিনজনের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। হামলাকারীরা নির্বিচারে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । রাত সাড়ে ৩টার দিকে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে এ ঘটনা জানানো হয় । তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে ঘটনার কারণ পুরনো শত্রুতা বলে মনে করছে পুলিশ ৷ নিহত দুই যুবকের নাম ভিকি ও বিনীত ৷ ভিকির ৭ থেকে ৮টি গুলি লাগে ৷ পুরোনো শত্রুতাকে এ ঘটনার কারণ হিসেবে বিবেচনা করছে পুলিশ । ঘটনার খবর পেয়েই পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক সিভিল হাসপাতালে পৌঁছন। তিনি জানিয়েছেন, দিল্লির এক যুবক ভিকি, তাঁর বন্ধু এবং ভাগ্নির সঙ্গে এখানে এসেছিল । গুলিবিদ্ধ হয়ে তিন জনই মারা গিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, ভিকি ও তাঁর বন্ধু এবং ভাগ্নির সঙ্গে পার্কিং লটে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ইটিওস গাড়ি এসে তাঁদের সামনে থামে ৷ তিন যুবক গাড়ি থেকে বেরিয়ে পিস্তল থেকে গুলি চালাতে থাকে। তিনজনই গুলিবিদ্ধ হন । ৩ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তিনজনেরই মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশের সন্দেহ এটি গ্যাং ওয়ার ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, হামলাকারীদের লক্ষ্য ছিল ভিকি। ভিকির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷ তাঁর বিরুদ্ধে পঞ্চকুলার সেক্টর ২০ থানায় মামলাও চলছে। অজ্ঞাত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তল্লাশি শুরু করেছে পুলিশ।