চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। অনুমতি ছাড়া কোনও ধরনের প্রাইভেট প্রাকটিস নয়। সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে কর্মরত অধ্যাপক-চিকিৎসকদের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে আগাম অনুমতি নিতে হবে। মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টরের থেকে অনুমতি সূচক ‘নো অবজেশন সার্টিফিকেট’ পেলেই করা যাবে প্র্যাকটিস। স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ গিয়েছে, সরকারি হাসপাতালের কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস করছেন চিকিৎসকরা। সরকারি যে কোয়ার্টার তাঁরা পাচ্ছেন সেখানেই রোগী দেখার কাজ করছেন ৷ এরপরই কড়া নির্দেশ দিল স্বাস্থ্যভবন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সরকারি হাসপাতালের কোয়ার্টারে কোনও প্র্যাকটিস করা যাবে না। এই সমস্ত নির্দেশ দিয়েই বিজ্ঞপ্তি সোমবার প্রকাশ করা হয়েছে।