খেলা

রিজার্ভ ডে নেই, পঞ্জাবের হারে বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ যুবি-ভাজ্জির

নয়াদিল্লি: সোমবার বিজয় হাজারে ট্রফির তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল পঞ্জাব ও তামিলনাড়ুর।  কিন্তু কর্ণাটকের আলুরে বৃষ্টির কারণে ওই ম্যাচ বিঘ্নিত হয়ে যায়। তামিলনাড়ুর দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে ব্যাট করছিল পঞ্জাব৷ ১৩ ওভারের পর বৃষ্টি আসায় বন্ধ হয়ে যায় খেলা।পঞ্জাবের স্কোর তখন দুই উইকেট হারিয়ে ৫২ রান।  প্রবল বৃষ্টির কারণে আর ম্যাচ চালু করা সম্ভব হয়নি।  তাই লিগ পর্যায়ে বেশি ম্যাচ জেতা তামিলনাড়ুই পৌঁছে যায় সেমিফাইনালে। দুর্ভাগ্যবসত পঞ্জাব ছিটকে যায় টুর্নামেন্ট থেকে।  বিসিসিআই-এর এই ধরনের নিয়মেরই তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন দুই ক্রিকেটার যুবরাজ সিংহ এবং হরভজন সিংহ। বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কেন রিজার্ভ ডে রাখা হয়নি সেই নিয়ে বিসিসিআই-কে প্রশ্ন করেছেন এই দুই পঞ্জাবি ক্রিকেটার।  যুবরাজ এ বিষয়ে নিজের ট্যুইটারে লিখেছেন, “আবার খুবই দুর্ভাগ্যজনক ফলাফল বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে পঞ্জাবের।  খেলাটি ভেস্তে গেল খারাপ আবহাওয়ার কারণে।  কিন্তু কথা হল, আমরা সেমিফাইনালে যেতে পারলাম না! কেন আমাদের কোনও রিজার্ভ ডে নেই? অথবা এটা ঘরোয়া টুর্নামেন্ট বলে কোনও ব্যাপার নয় নাকি?” পঞ্জাবের ক্রিকেটার মনদীপ সিংহ ট্যুইট করে লিখেছেন, “লিগ পর্যায়ে কঠিন ‘এ’, ‘বি’ গ্রুপে দারুণ ক্রিকেট খেলছি এবং নক আউট রাউন্ডে কোয়ালিফাই করলাম। এখন আমরা কোয়ার্টার ফাইনাল না খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলাম শুধুমাত্র বৃষ্টির কারণে।” মনদীপের ট্যুইটকে রিট্যুইট করেছেন হরভজন সিংহ।  প্রাক্তন ভারতীয় স্পিনারের লেখাতেও স্পষ্ট ধরা পড়েছে বিসিসিআই-এর প্রতি ক্ষোভ।তিনি লিখেছেন, “জঘন্য নিয়ম। এই টুর্নামেন্টে রিজার্ভ ডে নেই কেন সেই বিষয়টা দেখা উচিত এবং নিয়ম বদলে ফেলা উচিত।” শুধু পঞ্জাব বনাম তামিলনাড়ু ম্যাচই নয়, বৃষ্টিতে ভেস্তে যায় অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচও।  যেখানে খেলছিল ছত্তিশগড় ও মুম্বই।  ছত্তিশগড়ের ১৯০ রান তাড়া করতে নেমে মুম্বই কোনও উইকেট না হারিয়ে ৯০ রানে ব্যাট করছিল।  তখনই বৃষ্টি এসে ভেস্তে যায় খেলা।  একই নিয়মে ছত্তিশগড় চলে যায় সেমিফাইনালে।