পশ্চিমবঙ্গে ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী। রিপোর্ট অনুযায়ী, আগামী তিন বছরে এই বিনিয়োগ তারা করতে চাইছে। উল্লেখ্য, এই নিফা গোষ্ঠী আদতে ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরি করে তা রফতানি করে থাকে। সংস্থার দাবি, বর্তমানে তারা বিশ্বের ৩০টি দেশে তাদের তৈরি ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি করে থাকে। এবার সেই ইঞ্জিনিয়ারিং পণ্যের উৎপাদন দ্বিগুণ করতে চাইছে তারা। এই কারণেই রাজ্যে বড় মাপের লগ্নির পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী। এই সংস্থার উৎপাদিত পণ্যের মধ্যে আছে বন্দে ভারত ট্রেনের জন্য চাকা ও অ্যাক্সেল। তবে নতুন কারখানায় কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, বিশ্বের নতুন নতুন বাজারে প্রবেশ করতে চাইছে নিফা। এই আবহে রাজ্যে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে তারা। এখন এই সংস্থার অধীনে কাজ করেন ২ হাজার কর্মী। আর আগামী তিন বছরে সংস্থার সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে আরও প্রায় ৩ হাজার জন নতুন করে চাকরি পেতে পারবেন এখানে। জানা গিয়েছে, নিজেদের সম্প্রসারণে এক মার্কিন সংস্থা অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে নিফা গোষ্ঠীর। এরই সঙ্গে বাংলায় বিপুল লগ্নির পরিকল্পনার জন্যে পরিকল্পনা করেছে তারা।