বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানায় আচমকা হানা কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের । তাও আবার বিহারের মাটিতে । আগ্নেয়াস্ত্র তৈরি ও সরবরাহের সেই কারখানা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম । ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ । ধৃতদের বিহার থেকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করছে লালবাজার ৷ সূত্রের খবর, গোপন অভিযানের জন্য কলকাতা পুলিশের এসটিএফের একটি দলকে বিহারের মধুবনীতে পাঠানো হয় । সেখানে জানা যায়, একটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের দোকানের আড়ালে অস্ত্র তৈরির কারবার চলছে । গতকাল গভীর রাতে সংশ্লিষ্ট কারখানায় অভিযান চালায় কলকাতা পুলিশ । সঙ্গে ছিল বিহার পুলিশের একটি দল । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 24টি পাইপ, এই পাইপগুলি দিয়ে মূলত সেভেন এমএম পিস্তল তৈরি হয় । এছাড়াও ছিল ক্রিস্টাল তৈরির মেশিন, একাধিক গুলির খোল এবং বেশকিছু আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম রাজু কুমার শাহ, রাজু কুমার চৌধুরী ওরফে বিরজু, ইফতিকার আলম ও ইশাখত আলম ৷ এঁরা প্রত্যেকেই বিহারের মধুবনীর বাসিন্দা ৷ লালবাজার সূত্রে খবর, ধৃতদের প্রাথমিকভাবে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, বিহারের মধুবনী থেকে এই সব বেআইনি আগ্নেয়াস্ত্র বাংলা, ওড়িশা-সহ একাধিক প্রান্তে সরবরাহ করা হয় । এই ঘটনায় বিহারের খুটাউনা থানায় অস্ত্র আইনে মামলার রুজু করেছে পুলিশ ।