কলকাতা

কলকাতায় ব্যস্ত সময়ে মর্মান্তিক দুর্ঘটনা, মিনিবাসের ধাক্কায় বড়বাজারে মৃত্যু মহিলার

কলকাতায় ব্যস্ত রাস্তায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। কলকাতায় ফের মৃত্যু হল আরও এক পথচারীর। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়বাজারের কলাকার স্ট্রিটে। মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা পথচারীর। পাশাপাশি জখম হয়েছেন আরও তিনজন। জানা গিয়েছে, আজ শুক্রবার অফিস টাইমে একটি মিনিবাস হাওড়া থেকে শিয়ালদহের দিকে যাচ্ছিল। বড়বাজারে কলাকার স্ট্রিট ও এমজি রোডের সংযোগস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাতে উঠে পড়ে বাসটি। ফলে সেই সময় ফুটপাত দিয়ে যাওয়া ৪ জন মহিলা আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কোনও কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়।