দেশ

আজ হরিয়ানার ৫টি বুথে পুনর্নিবাচন

গত সোমবার হরিয়ানায় অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। ভোটগ্রহণ চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই রাজ্যের ৫টি কেন্দ্রের ৫টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়নি। গতকাল সেই বুথগুলিতে পুনর্নিবাচন করার কথা গোষণা করে নির্বাচন কমিশন। আজ সেখানে ভোটগ্রহণের প্রক্রিয়া চলছে। সেই রাজ্যের যুগ্ম নির্বাচন আধিকারিক ইন্দরজিত্‍ গতকাল জানান, জিন্দ জেলার উচানা কালান বিধানসভা কেন্দ্রের ৭১ নম্বর বুথ, ঝাঝ্ঝার জেলার বেরি বিধানসভা কেন্দ্রের ১৬১ নম্বর বুথ, নারনাউল জেলার নারনাউল কেন্দ্রের ২৮ নম্বর বুথ ও রেওয়ারি জেলার কোসলি বিধানসভা কেন্দ্রের ১৮ নম্বর বুথে ফের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবে প্রশাসন। এই বিষয়ে যুগ্ম নির্বাচন আধিকারিক ইন্দরজিত্‍ বলেন, “সোমবার অনুষ্ঠিত হরিয়ানা বিধানসভ নির্বাচন চলাকালীন এই বুথগুলিতে ভোটগ্রহণের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়। সেই কারণে নির্বাচন কমিশন এই বুথগুলিতে পুনর্নিবাচন করার সিদ্ধান্ত নেয়।” তিনি এও জানান, বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।