দেশ

সোনমার্গের টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সোমবার জম্মু ও কাশ্মীরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনামার্গে জেড মোড় টানেলের উদ্বোধন করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন জয়রাম গড়করি এবং ডক্টর জিতেন্দ্র সিং, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং অন্যান্য আধিকারিকরা ৷ উদ্বোধনী অনুষ্ঠানটি টানেলের পূর্ব পোর্টালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টানেল পরিদর্শন করেন। এটি ২০২৫ সালে জম্মু ও কাশ্মীরে তাঁর প্রথম সফর এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর জম্মু-কাশ্মীরে তার ১২তম সফর। নরেন্দ্র মোদি, ২৬ মে, ২০১৪-এ প্রথমবার প্রধানমন্ত্রী হন এবং ৯ জুন, ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে টানা তৃতীয়বার দায়িত্ব নেন।